সকালের নাস্তার পর আমরা ব্যাংককের সিটি ট্রিপের উদ্দেশে বের হবো দেখবো গোল্ডেন বুদ্ধা, মারবেল বুদ্ধা, জেমস গ্যালারী সহ আরো বেশ কিছু দর্শনীয় স্থান। সারাদিন ঘুরে বিকালে হোটেলে ব্যাক। বিকালে রেষ্ট / ফ্রি টাইম বিকাল ৫ টার পর চলে যাবো ডিনার ক্রুজে? #নোট: ডিনার ক্রুজের এন্ট্রি ফি প্যাকেজের বাহিরে।
সকাল/দুপুরের ফ্লাইটে আমরা ব্যাংকক থেকে চলে যাবে সিঙ্গাপুর। হোটেল চেক ইন করে দুপুরের লাঞ্চ করে রেষ্ট নিয়ে পারসোনালি বিকালে ম্যারিনা বে এবং লায়ান পার্ক ভিজিট করবো। রাত ৮ টায় ম্যারিনা বে তে লেজার শো দেখে ৯ টায় হোটেলে ব্যাক করবো।। রাতের খাবার মোস্তফা সেন্টারের আশে পাশে শেষ করে। মোস্তাফা মার্কেট থেকে শপিং থাকলে করে নিবো। কেননা হোটেল মোস্তফা সেন্টারের আশে পাশে থাকবে।।
#Day-05–Monday- 29.07.25 (04th Night Stay Singapore)
- সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা ১২ টায় হোটেল চেক আউট করবো। ব্যাগ প্যাক হোটেলের লবিতে রেখে ফুল ডে ইউনিভার্সেল স্টুডিও এবং সানতোসা বিচ এক্সপ্লোর করবো। সারাদিন ঘুরে হোটেলে ব্যাক করবে রাত ৮ টায়। হোটেল এসে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে আমরা মালয়োশিয়ার উদ্দেশ্য রওনা হবো।